আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটে আছে পাকিস্তান। এই অবস্থায় দেশটির মুদ্রা রুপির বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত আছে। মঙ্গলবার (২২ আগস্ট) রেকর্ড দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। দেশটির ২৯৯ রুপিতে মিলছে ১ ডলার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (ইসিএপি) অনুসারে, ইন্ট্রাডে ট্রেডের সময় ২৯৯ রুপিতে ডলার বিনিময় করা হয়। গ্রিনব্যাকের বিপরীতে দেশটির স্থানীয় মুদ্রার দরপতন হয় ১.৮৭ রুপি।
এর আগে গত মে মাসের ১১ তারিখে ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণ দরপতন হয়েছিল রুপির। সেসময় ২৯৩.৯৩ রুপিতে মিলেছে ১ ডলার।
অর্থনীতি গবেষক তাহির আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, এ সপ্তাহে ১ ডলারের পরিবর্তে ২৯৫ থেকে ৩০৫ রুপির মধ্যে ওঠানামা করতে পারে।
পাকিস্তানি মুদ্রার ব্যাপক পতনের কারণে শুধু আর্থিক সংকট নয়, খাদ্যদ্রব্যেরও ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে।
গত মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে মুদ্রাটির অবনমন ঘটেছিল। ওই দিন ডলারপ্রতি দর দাঁড়িয়েছিল ২৯১ দশমিক ৫১ পাকিস্তানি রুপি।
এর আগে এ বছরের শুরুতে খরচ কমাতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমানোর পদক্ষেপ নিয়েছে দেশটি। দেশটিতে নতুন যে প্রস্তাব আনা হয় তাতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ১৫ শতাংশ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০ শতাংশ কমানোর কথা বলা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।