Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home পাকিস্তানে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক স্লাইডার

পাকিস্তানে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কArif ArifArmanNovember 10, 20253 Mins Read
Advertisement


পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এখন দেশটির সামরিক বাহিনীতে একক ও সর্বোচ্চ ক্ষমতাধর অবস্থানে যাচ্ছেন। সরকারের পরিকল্পিত ২৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, যা ভারপ্রাপ্তভাবে তিনি পালন করবেন।

শনিবার পাকিস্তানের সংসদে উপস্থাপিত সংশোধনী বিল অনুযায়ী, সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন আনা হচ্ছে, যা মূলত সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো নিয়ন্ত্রণ করে। এই বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস নিয়োগ দেবেন। পাশাপাশি, চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে থাকা কর্মকর্তা প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন।

সংশোধনীতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের ফিল্ড মার্শাল, মার্শাল অব এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত করার ক্ষমতা সরকারের হাতে থাকবে। একবার এই পদে উন্নীত হলে, কর্মকর্তারা জীবনভর এই পদবী বহন করতে পারবেন।

এই পরিবর্তনের ফলে আসিম মুনির শুধু সেনাপ্রধান হিসেবে নয়, পুরো সশস্ত্র বাহিনীর একক সর্বোচ্চ কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এর ফলে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের পর গত মে মাসে পাকিস্তান সরকার তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে—দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয় সেনা কর্মকর্তা হিসেবে। ওই সংঘাতে ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত এক ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়। সংঘাত শেষে পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হলে ইসলামাবাদ সেনা কাঠামোতে নতুনভাবে সমন্বিত কমান্ড গঠনের সিদ্ধান্ত নেয়।

এই প্রেক্ষাপটে ২৭তম সংবিধান সংশোধনী বিল আনা হয়েছে, যার লক্ষ্য বলা হচ্ছে তিন বাহিনীর মধ্যে আরও সমন্বিত ও ঐক্যবদ্ধ কমান্ড কাঠামো গঠন। সংশোধন অনুযায়ী, চলতি ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি’ পদটি আগামী ২৭ নভেম্বর ২০২৫ থেকে বিলুপ্ত হবে। তার জায়গায় নতুন পদ ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ থাকবে—যার অধীনেই থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত নিয়ন্ত্রণ।

আইনমন্ত্রী আজম নাজির তারার শনিবার সংসদের উচ্চকক্ষ সিনেটে এই বিল উপস্থাপন করেন। তিনি জানান, এতে মোট ৪৯টি ধারা রয়েছে, যার মধ্যে মূলত তিনটি প্রধান ও দুটি সহায়ক ক্ষেত্র সংশোধনের আওতায় আসবে। সিনেট চেয়ারম্যান ইউসুফ রেজা গিলানি বিলটি আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠান বিস্তারিত আলোচনার জন্য।

এর আগে প্রধানমন্ত্রী শেখবাজ শরিফ আজারবাইজান থেকে ভিডিও লিংকের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন। বৈঠকে মন্ত্রিসভা সংশোধনীর খসড়াকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।

তবে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এই প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। দলের নেতা আলি জাফর বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকাকালে এমন গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা অনুচিত। তিনি অভিযোগ করেন, সরকার ও তার মিত্র দলগুলো বিলটি দ্রুত পাশ করাতে অযথা তাড়াহুড়া করছে।

তিনি বলেন, ‘শনিবারই আমরা বিলের খসড়া হাতে পেয়েছি, এখনো সেটি পড়ার সুযোগ হয়নি। যে বিল আমরা পড়িনি, তা নিয়ে বিতর্ক করা সম্ভব নয়।’

বিরোধীদের আপত্তি সত্ত্বেও সরকার বলছে, সংশোধনীটি আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা এবং সামরিক সমন্বয়ের চাহিদা থেকে নেওয়া শিক্ষা অনুযায়ী আনা হয়েছে। গত মে মাসে ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা ও চার দিনের সংঘাতের পর পাকিস্তান সরকার মনে করে, বিচ্ছিন্ন কমান্ড কাঠামো বদলে একীভূত সামরিক নেতৃত্ব গঠন জরুরি হয়ে পড়েছে।

এছাড়া সংশোধনী বিলে বিচারব্যবস্থায়ও বড় পরিবর্তনের প্রস্তাব আছে। ফেডারেল সংবিধানিক আদালত গঠন, উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের পদ্ধতি পরিবর্তন এবং প্রাদেশিক মন্ত্রিসভার কাঠামো সংশোধনের বিষয়ও এতে অন্তর্ভুক্ত।

সব মিলিয়ে ২৭তম সংবিধান সংশোধনী বিল পাকিস্তানের সামরিক কাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে—যার ফলে জেনারেল আসিম মুনির এখন শুধু সেনাবাহিনীর নয়, বরং পুরো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একীভূত সর্বময় কর্তৃত্বের অবস্থানে পৌঁছে যাচ্ছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আরও আসিম ক্ষমতা পাকিস্তানে মুনিরের শক্তিশালী সেনাপ্রধান স্লাইডার হচ্ছে
Related Posts
Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

December 22, 2025
বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

December 22, 2025
BD

আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

December 22, 2025
Latest News
Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

BD

আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

therapist

‘কাডল থেরাপি’, ১ ঘণ্টা জড়িয়ে ধরে ইনকাম ৭ হাজার টাকা

প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Visa

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ

Baby

টাকার বিনিময়ে জন্ম, সন্তান তৈরির কারখানা হয়ে যাচ্ছে এই দেশ

Sorosto

হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারী পাথর

যেখানে ভারী পাথর নিজেরাই চলে, বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদান গেল নৌবাহিনীর ৭১ সদস্য

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.