স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশেকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানি মেয়েরা।
বাংলাদেশের দেওয়া ৭২ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৪৬ বল হাতে রেখেই।
পাক ওপেনার সিদরা আমিন ৩৬ ও অধিনায়ক বিসমাহ মারুফ ১২ রানে অপরাজিত থাকেন।
অপর ওপেনার মুনিবা আলী আউট হন ১৪ রান করে। তাঁর উইকেটটি পেয়েছেন সালমা খাতুন।
এর আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের বিপক্ষে ৭০ রানের বেশি তুলতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে মাত্র ৭০ রান। জয়ের জন্য পাকিস্তানের সামনের ৭১ রানের সহজ টার্গেট।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসভাগ্যও সহায় হয়নি নিগার সুলতানার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেও হোচট খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)।
পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ।
সেখান থেকে ৩৪ বলে ২৪ রানের একটি জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি আর লতা মন্ডল। লতা ১২ রান করে নিদা দারের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ২৭ রানে ৪ উইকেট হারায় চ্যাম্পিয়নরা। এরপর সালমা খাতুনকে নিয়ে অধিনায়ক জ্যোতির ২৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি। জ্যোতিকেও এলবিডব্লিউ করেন নিদা দার। ৩০ বলে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।
১৪তম ওভারে মাত্র ৪২ রান তুলে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর আর লড়াকু পুঁজির পেছনে ছুটতে পারেনি। সালমা খাতুন ২৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।