জুমবাংলা ডেস্ক : গাছের ওপর থাকা বৃত্তাকার কাঠামোর ভেতরে মানুষের বাসের জায়গা। বৃত্তাকার ওই কাঠামোর চারপাশে আবার পাখিদের বাসা। পর্যটকদের ঠিক এ ধরনের একটি ‘পাখির রাজ্যে’ সময় কাটানোর সুযোগ দিতে তৈরি করা হয়েছে ‘ট্রি হোটেল’। এর চারপাশে রয়েছে ৩৫০টি পাখির বাসা।
একটি ঝুলন্ত সেতু দিয়ে ভেতরের কক্ষে প্রবেশ করতে হয়।
সুইডেনের উত্তরাঞ্চলের হ্যারাডস গ্রামে ট্রি হোটেলটি অবস্থিত। দেশটির রাজধানী স্টকহোমে নেমে আকাশপথে লিউলিয়া বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়িতে আরো এক ঘণ্টার পথ।
হোটেলটি বানানো হয় ২০১০ সালে। কেন্ট ও ব্রিট্টা লিন্ডভাল নামের দম্পতি আধুনিক স্থাপত্যশৈলীতে এটি নির্মাণ করেছেন। স্থপতি ও নকশাকারদের পাশাপাশি পাখি বিশেষজ্ঞরাও এখানকার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন।
ট্রি হোটেলে পাখিপ্রেমীরা তাদের কক্ষের ভেতর থেকেই সৌন্দর্য উপভোগ করতে পারে। হোটেলের চারপাশে বসানো পাখির বাসায় স্থানীয় প্রজাতিসহ বিভিন্ন ধরনের পাখির সমাহার রয়েছে। এ ছাড়া রয়েছে বাদুড় ও মৌমাছির ঘর।
আগামী মে মাসে খোলার অপেক্ষায় থাকা এই হোটেলে সকালের নাশতাসহ দুজন পর্যটককে ব্যয় করতে হবে প্রায় এক হাজার ২০০ ডলার।
হোটেলটির প্রাণ পরিবেশ তৈরিতে যুক্ত অন্যতম স্থপতি জোয়া আলবুকার্কি বলেন, এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে, পরিবেশ ও স্থাপত্যকে একসঙ্গে জুড়ে দেওয়া। সূত্র : সিএনএন
১৬ কোটি টাকা মূল্যের চা! বাংলাদেশের গোল্ডেন বেঙ্গল টি বিশ্বের সবচেয়ে দামী?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।