পাবনা-১ (বেড়া আংশিক সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় রোববার সকাল থেকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটি এই হরতাল ঘোষণা করেছে এবং সড়ক ও নৌপথ অবরোধসহ সকল ধরনের কর্মসূচি পালন করছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, হরতাল সমর্থকরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করেছেন। এছাড়া বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়।
গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে নির্ধারিত করা হয়, আর বেড়া উপজেলা পুরোপুরি পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।
আন্দোলনকারীরা বলেন, এই পুনর্বিন্যাস বেড়া উপজেলার জনগণের স্বার্থের প্রতি অন্যায়। তাদের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের সব কার্যক্রম সাঁথিয়া উপজেলার সঙ্গে যুক্ত থাকলেও এবার বেড়া আলাদা করা হয়েছে। এর ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং পুনর্বহালের দাবিতে জোরালো প্রতিবাদ চালাচ্ছেন।
গত ৭ সেপ্টেম্বর একই দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধের ঘটনা ঘটে। এই হরতালও চলবে সন্ধ্যা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।