Advertisement
দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে গণঅধিকার পরিষদের মুখপাত্র জানান, ভোরে তাদের বহন করা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। এ সময় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
স্থানীয়রা জানায়, দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।