পালাতে পারলেন না চট্টগ্রামের প্রভাবশালী সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অন্য দুজন হলেন- আখাউড়া উপজেলার নুরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা ও স্থানীয় মানব পাচারকারী নাঈম চৌধুরী।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে আব্দুল্লাহপুর এলাকার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির একটি দল তাদের আটক করে।

ফজলে করিম রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বড় সাইজের এই ইলিশ পাচার হচ্ছিল ভারতে, জব্দ করেছে বিজিবি