জুমবাংলা ডেস্ক : নওগাঁয় সোনালী ব্যাংকে অভিনব কায়দায় এক নারীকে বোকা বানিয়ে ১ লাখ ৩১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। নাছরিন আক্তার নামের ঐ ভুক্তভোগী গ্রাহক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
টাকা চুরির পুরো ঘটনাটি ধরা পড়েছে ব্যাংকের সিসিটিভি ফুটেজে। ভুক্তভোগী নারীর টাকা কাউন্টারের সামনে থেকে নিয়ে যান মুখে মাস্ক পরা এক ব্যক্তি।
সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
ভুক্তভোগী নাছরিন আক্তার বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ১ লাখ ৩১ হাজার টাকা নিয়ে কাউন্টারে ব্যাংক কর্মকর্তাকে দেয়ার জন্য অপেক্ষা করছিলাম। পাশে থাকা মাস্ক পড়া এক ব্যক্তি আমাকে বলেন- আপা আপনার কিছু টাকা পড়ে গেছে। নিচে ১০০ ও ৫০০ টাকার কয়েকটি নোট দেখে আমার টাকা ভেবে টাকাগুলো তুলছিলাম। ১০-১২ সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে দেখি লোকটি টাকা নিয়ে চলে গেছে। এতো দ্রুত টাকা নিয়ে গেলো ভাবতেই পারিনি।
ঘটনার পরই ব্যাংকের ম্যানেজারকে বিষয়টি অবগত করি। সন্ধ্যার দিকে থানায় একটি অভিযোগ করেছি।
ফুটেজে দেখা যায়, কাপড়ের ব্যাগ নিয়ে মুখে মাস্ক পরে ওই গ্রাহকের পাশে দাঁড়িয়েছিল শার্ট পরা এক ব্যক্তি। মাস্ক পড়ায় লোকটির মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না।
সোনালী ব্যাংক নওগাঁ শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখেছি। ফুটেজে ওই গ্রাহকের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, অভিযোগ পেয়ে আমরা সোনালী ব্যাংক ম্যানেজারের উপস্থিতিতে ব্যাংকটির শাখা অফিস পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।