
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, পিআর (জনসংযোগ) পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে; যারা এটিকে জনসম্পৃক্ততার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন মিয়া নুরুদ্দিন অপু।
তিনি বলেন, দেশে চলমান বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।”
পরে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ডামুড্যা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট প্রার্থনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


