জুমবাংলা ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল এলাকায় নৌকার জেনারেটরে শাড়ি পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের সঙ্গে ওই নারী পিকনিকে যাচ্ছিলেন। রবিবার (১৫ আগস্ট) গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
মৃত নারীর নাম খোদেজা বেগম (৪৮)। তিনি গুরুদাসপুর উপজেলার হামলাইকোলের জুমাইনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
গুরুদাসপুর থানার ওসি জানান, রবিবার সকাল ১১টার দিকে ওই নারী ৩০-৩৫ জনের সঙ্গে তিশিখালী মাজারের উদ্দেশে গুরুদাসপুরের মোল্লাবাজার থেকে জেনারেটরচালিত নৌকায় রওনা দেন। পথে চলনবিলের বিলদহর বাজার এলাকায় পৌঁছলে নৌকার জেনারেটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গীয় লোকজন তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোজাহিদুল ইসলাম জানান, ওই নারীকে মৃত অবস্থায় সেখানে নিয়ে আসা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।