জুমবাংলা ডেস্ক: পিরোজপুর জেলায় চলতি অর্থ বছরে কাবিখা খাতে ১ম কিস্তিতে ২ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৭শত ৭২ টাকা বরাদ্দ এসেছে। এছাড়া একই সাথে ৪৮০ মেট্রিক টন চাল এবং একই পরিমাণ গম এর বরাদ্দ দেয়া হয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২০২১-২২ অর্থ বছরে জেলার ৩টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অনুকূলে এ বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ থেকে জেলার ৩ সংসদীয় আসনের প্রত্যেক সংসদ সদস্য ৭৫ লক্ষ ৫৮ হাজার ৯২৪ টাকা, ১শত ৫৯মেট্রিক টন চাল এবং ১শত ৫৯ মেট্রিক টন গম বিভিন্ন প্রকল্প গ্রহণের জন্য বরাদ্দ দিতে পারবেন। এ অর্থ ও খাদ্যশস্য থেকে রাস্তা, বাঁধ, খাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও অন্যান্য ক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা যাবে।
এছাড়া এ প্রথম এ বরাদ্দ থেকে গ্রামীণ রাস্তার দুইপাশের্^ তাল গাছের চারা রোপণ এবং বজ্রপাত প্রতিরোধে বজ্রনিরোধক দন্ড লাইটনিং এ্যারেস্টার এবং ছাউনী স্থাপনের প্রকল্প গ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চলতি মাসের ৫ সেপ্টেম্বর নগদ টাকা, চাল ও গমের বরাদ্দপত্র পেয়ে জেলার ৩ সংসদীয় আসন পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ এর সংসদ সদস্যদের অনুকূলে প্রকল্প তালিকা প্রদানের জন্য অনুরোধ পত্র প্রেরণ করা হয়েছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দুূর্যোগ অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী প্রি-ওয়ার্ক পরিমাণ বাধ্যতামূলক করা, প্রি-ওয়ার্কের ডকুমেন্টের ছবি তুলে রাখা, ভিডিও সফট কপি সিডি আকারে সংরক্ষণ করা, প্রতিটি প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ১ম কিস্তির বরাদ্দের বিপরীতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।