জুমবাংলা ডেস্ক: পিরোজপুর জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডের ২১ লাখ ৭১ হাজার ২৪০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ৬শতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্যকারীদের এই অর্থদন্ড দেয়া হয়। এর পাশাপাশি ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক আইন, ঔষধ আইন, বাল্য বিবাহ আইন, ইটভাটা প্রস্তুত আইন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন- ২০০৯, করাতকল লাইসেন্স বিধিমালা ২০২২, কৃষি বিপনন আইন ২০১৮, ক্যাবল টিভি নেটওয়ার্ক আইনসহ বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড ও কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৪ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সবচেয়ে বেশী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় গত বছরের জুলাই ও আগস্ট মাসে। এ সময় মহামারী করোনার ব্যাপকতা থাকায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ প্রয়োগ করে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে এসব আদালত পরিচালিত হয়। জুলাই মাসে ১১৭টি এবং আগষ্ট মাসে ১০১টি আদালত যথাক্রমে ১ লাখ ৪৬ হাজার ৩৯০ এবং ১ লক্ষ ৩৫ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করে।
পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান জানান- আইন অমান্য করে যারা জনজীবনে অশান্তির সৃষ্টি করবে, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক সেবন ও বিক্রয়ের মত অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত সবসময় সক্রিয় থেকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করবে, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।