Advertisement
জুমবাংলা ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলার পৌরসভাস্থ পঁচাকান্দর (কাজীপাড়া) গ্রামের রমজান কাজীর শিশু পুত্র নাঈম (৭) সাপের কামড়ে মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাতে কোন এক সময় একটি বিষধর গোখরা সাপ খাটে উঠে ঘুমন্ত শিশু নাঈমের হাতে দংশন করে। সাপের কামড় শিশুটি বুঝতে পারেনি। বিষের ব্যাথায় এক সময় নাঈম চিৎকার শুরু করলে শিশুটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় এবং নাঈমের বড় ভাই প্রিন্স টাকা আনার জন্য ঘরে গিয়ে বালিসের নীচে সাপ দেখতে পেয়ে চিৎকার করে উঠে।
পরে বাড়ির আশপাশের লোকজন এসে সাপটিকে মেরে ফেলে। অপরদিকে শিশু নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণ করেন। সূত্র: পিবিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।