জুমবাংলা ডেস্ক : পুরো ইউরোপকে চমকে দিয়ে নতুন আরেকটি রেকর্ড নিজের ঝুলিতে ভরলেন লিওনেল মেসি। চলতি মৌসুমে ইউরো মঞ্চে ২৪ অক্টোবর রাতে নিজেদের তৃতীয় ম্যাচে সিদোবো স্টেডিয়ামে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলতে মাঠে নামে বার্সেলোনা। আর এই ম্যাচের মাধ্যমেই নতুন এক রেকর্ড গড়লেন ফুটবল যাদুকর মেসি।
খেলা শুরুর প্রথম ৩ মিনিটের মধ্যেই বার্সার হয়ে বল জালে ঢুকান লিওনেল মেসি। দলকে এনে দেন লিড। সেই সাথে টানা ১৫ মৌসুম ইউরো মঞ্চে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখান ফুটবল রাজা মেসি।
বিশ্বে মেসিই একমাত্র খেলোয়াড় যে তার ফুটবল ক্যারিয়ার শুরু থেকে এখন অব্দি প্রতিটি চ্যাম্পিয়নস লিগের মৌসুমেই কমপক্ষে একটি হলেও গোল করেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক, লিওনেল মেসির চ্যাম্পিয়নস লিগে প্রতি মৌসুমে ম্যাচ ও গোলের সংখ্যা গুলো।
চ্যাম্পিয়নস লিগ মৌসুম: ম্যাচ ও গোল সংখ্যা
২০০৫-০৬ : ৬ ম্যাচে ১ গোল
২০০৬-০৭ : ৫ ম্যাচে ১ গোল
২০০৭-০৮ : ৯ ম্যাচে ৬ গোল
২০০৮-০৯ : ১২ ম্যাচে ৯ গোল
২০০৯-১০ : ১১ ম্যাচে ৮ গোল
২০১০-১১ : ১৩ ম্যাচে ১২ গোল
২০১১-১২ : ১১ ম্যাচে ১৪ গোল
২০১২-১৩ : ১১ ম্যাচে ৮ গোল
২০১৩-১৪ : ৭ ম্যাচে ৮ গোল
২০১৪-১৫ : ১৩ ম্যাচে ১০ গোল
২০১৫-১৬ : ৭ ম্যাচে ৬ গোল
২০১৬-১৭ : ৯ ম্যাচে ১১ গোল
২০১৭-১৮ : ১০ ম্যাচে ৬ গোল
২০১৮-১৯ : ১০ ম্যাচে ১২ গোল
২০১৯-২০ (চলতি বছর) : ৩ ম্যাচে ১ গোল (এখনও টুর্নামেন্ট চলছে)
প্রসঙ্গত, ২৪ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগে মেসির রেকর্ড গড়ার ম্যাচে বার্সা প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগকে ২-১ গোলে হারায়। সেই সাথে এফ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় কাতালান এই ক্লাবটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।