
২০২৫ সালের পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবিত খসড়াটি বর্তমান অবস্থায় পাস হলে তা পুলিশ কমিশনের ওপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা এবং কমিশনকে সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তাদের কর্মক্ষেত্রে পরিণত করার ঝুঁকি তৈরি করবে।
বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অধ্যাদেশের প্রস্তাবিত গঠন অনুযায়ী সাত সদস্যের মধ্যে একজন অবসরপ্রাপ্ত আমলা ও দুজন পুলিশ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।
তিনি বলেন,“আন্তর্জাতিক উত্তমচর্চার আলোকে সাবেক ও বর্তমান আমলা-পুলিশ কর্মকর্তাদের কমিশনে অন্তর্ভুক্তির সুযোগ বাতিল করতে হবে। এর পরিবর্তে বিচার, আইন, মানবাধিকার, সুশাসন ও একাডেমিক খাতের নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিশন গঠনের বিধান রাখতে হবে।”
ড. জামান আরও উল্লেখ করেন, খসড়া অধ্যাদেশে বাছাই কমিটি, জনবল নিয়োগ ও আর্থিক স্বাধীনতা সংক্রান্ত কিছু ধারা কমিশনের বাস্তব স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি বলেন, কমিশনের জনবল নিয়োগে সরকারের অনুমোদনের বিধান বাতিল করে এই ক্ষমতা পুরোপুরি কমিশনের হাতে দিতে হবে। প্রেষণে নিয়োগের ক্ষেত্রেও সরকারের পরিবর্তে কমিশনের সুপারিশই চূড়ান্ত হওয়া উচিত।
এছাড়া, কমিশনের সচিব নিয়োগের ক্ষমতাও কমিশনের হাতে ন্যস্ত করা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে সদস্য-সচিব করার প্রস্তাব বাতিলের আহ্বান জানান তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক আরও প্রস্তাব করেন, সচিবসহ সব জনবল উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের বিধান রাখতে হবে। একই সঙ্গে সচিবের পদমর্যাদা ও বেতন-ভাতা সরকারের সচিবের সমান হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
টিআইবি প্রস্তাব করেছে, কমিশন প্রতিষ্ঠার ছয় মাসের মধ্যে ঔপনিবেশিক আমলের পুরনো পুলিশ আইন বাতিল করে ২০০৭ সালের খসড়া পুলিশ আইনের ইতিবাচক দিক বিবেচনায় সময়োপযোগী নতুন পুলিশ আইন প্রণয়নের সুপারিশ কমিশনের মাধ্যমে করতে হবে।
সবশেষে কমিশনের আর্থিক স্বাধীনতা ও স্বচ্ছতার স্বার্থে ‘সরকার কমিশন কর্তৃক চাওয়া বাজেট বরাদ্দ নিশ্চিত করবে এবং এর বাৎসরিক নিরীক্ষিত ব্যয়বিবরণী প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে- এ ধারা সংযোজনের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
সৌদিতে অননুমোদিত সমাবেশে নিষেধাজ্ঞা, প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



