চট্টগ্রাম প্রতিনিধি: পোর্ট সিটি ইউনিভার্সিটি, চট্টগ্রামের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।
যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকল আনুষ্ঠানিকতা শেষে ১৯ মে তিনি বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করেছেন।
গত ২ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে ট্রেজারার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপকের নিযোগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. গণেশ চন্দ্র রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এএফ রহমান ও প্রীতিলতা হলের প্রভোস্টের দায়িত্ব ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনেও তিনি শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
গণিতের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল এবং সংস্কৃতিমনা শিক্ষক হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অনেক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।