Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের কারণে পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী রবিবার পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।
জানা গেছে, করোনার প্রকোপ থাকলেও পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার ক্ষমতাসীন দল দ্য ন্যাশনাল ল এন্ড জাস্টিস পার্টির পক্ষ থেকে নির্বাচনের জন্য ভোট নেয়ার দাবি জানানো হয়। তবে দেশটির বিরোধী দল এই নির্বাচন স্থগিত করার দাবি জানায়।
জানা গেছে, খুব শিগগিরই দেশটিতে ভোটের নতুন তারিখ প্রকাশ করা হবে। আর ব্যালটের মাধ্যমেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পোল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৭৩৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।