স্পোর্টস ডেস্ক: ‘প্যান্ডোরা পেপার্স’ কেলেঙ্কারীতে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ যাদের নাম সামনে এসেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকির অভিযুক্তদের তালিকা প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা-আইসিআইজে।
ভারতের কর দপ্তরের মুখপাত্র বলেন, এসব অভিযোগের তদন্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসব অভিযোগের সুস্পষ্ট তদন্ত করা হবে। ‘প্যান্ডোরা পেপার্স’ কেলেঙ্কারী তদন্ত কমিটিতে থাকবেন প্রত্যক্ষ কর দপ্তরের চেয়ারম্যানসহ দপ্তরের কয়েকজন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থা।
ভারতীয়দের মধ্যে শচীনের নাম প্রকাশ্যে এলেও দেশের বাকি ছয় রাজনীতিবিদের নাম জানা যায়নি এখনও। যদিও শচীনের আইনজীবী কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (৪ অক্টোবর) প্রকাশিত গোপন নথিতে দাবি করা হয়, শচীন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন, ২০১৬ সালে সেই বিনিয়োগের অর্থ তুলে নেন। এই বিনিয়োগটি নাকি অবৈধ ও অনৈতিক, দাবি নথি প্রকাশের কর্ণধার অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।