জুমবাংলা ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে নেত্রকোনার পূর্বধলায় ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেলপথে রেললাইন বেঁকে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
পরে রেলওয়ের ও স্থানীয় লোকজন কুচুরিপানা ও পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করেন। দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেলপথের পূর্বধলা রেলওয়ে স্টেশনের উত্তর দিকের একটি রেল সেতুর কাছে।
পূর্বধলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে তীব্র দাবদাহের কারণে পূর্বধলা রেলওয়ে স্টেশনের উত্তর দিকে রেল সেতুর কাছে রেললাইনের প্রায় ৫০ মিটার রেলপথ বেঁকে যায়। বিষয়টি ট্রেন চালকের মাধ্যমে জানতে পেরে রেলওয়ের পিডব্লিউ (পথ) অফিসের লোকজনের মাধ্যমে কুচুরিপানা ও পানি ঢেলে লাইনের তাপমাত্রা স্বাভাবিক করা হয়। রেলের তাপমাত্রা স্বাভাবিক হলে রেললাইনও স্বাভাবিক অবস্থায় চলে আসে। এ সময় ময়মনসিংহগামী ২৭৩ নাম্বার আপ ট্রেনটি দুই ঘণ্টা আটকে থাকে। পরে রেললাইন স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ের উপসহকারী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।