ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।পাকিস্তানের অভিযোগ আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে বাধ্য হবে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
ঘটনার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আমরা হামলা করব এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে।
আফগান সরকারের তরফ থেকে ইসলামাবাদে এই হামলার ঘটনায় নিন্দা জানানোকে ‘রাজনৈতিক নাটক’ বলে অভিহিত করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তিনি আরও বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে, আমাদের কোনো বিকল্প নেই—সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতের প্রক্সি গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তবে এই হামলার বিষয়ে কাবুল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



