স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় নিয়মিত মুখ সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে ও টেস্ট সিরিজেও দারুণ ছন্দে আছেন এ ক্রিকেটার। অথচ আইপিএলের ১৬তম আসরের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি তাকে নিয়ে। এর পেছনে অবশ্য আছে বড় কারণও।
আইপিএল চলাকালীন বাংলাদেশ দলের সিরিজ থাকায় আসরের সব ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। যা বিবেচনায় নিয়ে টাইগার অলরাউন্ডারকে দলে ভেড়ায়নি আইপিএলের কোনো দল।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৬তম আসরের নিলাম।
প্রাথমিক তালিকায় থাকা ৪০৫ জনের মধ্যে সাকিব আল হাসান ছিলেন দেড় কোটি টাকা ক্যাটাগরিতে। কয়েক আসর ধরেই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। তবে গত আসরে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। ফলে এবার ভিত্তিমূল্যই কমিয়ে দিয়েছেন তিনি। তারকা বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু এবার দ্বিতীয় সর্বোচ্চ দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব। তারপরও তাকে দলের ভেড়ানো আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল।
সাকিবকে না নেয়ার পেছনে অবশ্য বড় কারণ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ব্যস্ততা। আইপিএলের আগামী আসর শুরু হবে ২০২৩ সালের এপ্রিল-মে মাসে। একই সময়ে বাংলাদেশ ব্যস্ত থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে। আগামী মার্চ-এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড।
এরপর মে মাসে ৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলতে টাইগাররা যাবে আয়ারল্যান্ড সফরে। ফলে সাকিব আল হাসানের সামনে সুযোগ থাকবে না আইপিএলের খেলার। যা বিবেচনায় নিয়ে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজি লিগটির কোনো দল। একই কারণে নিলামে ওঠা আরও দুই বাংলাদেশি তাসকিন আহমেদ ও লিটন দাসকেও নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায়নি কোনো আগ্রহ।
এদিকে এবারই প্রথম পর পর দুই আসরের নিলামে অবিক্রীত থাকলেন সাকিব। ২০১১ সালের পর কেবল ২০১৩, ২০২০ ও ২০২২ সাল বাদ দিয়ে বাকি সব আসরেই জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলেছেন সাকিব। ২০১৩ সালে তিনি চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। তবে কলকাতার স্কোয়াডে ছিলেন। নিষিদ্ধ থাকার কারণে ২০২০ সালে আইপিএলে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার। এরপর ২০২১ সালে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।