Advertisement
বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন প্রথমবারের মতো গ্রিনহাউস গ্যাস কমানোর অঙ্গীকার করেছে। বুধবার জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৭ থেকে ১০ শতাংশ হ্রাস করবে বেইজিং।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৩০ শতাংশে উন্নীত করা হবে। সৌরশক্তির সক্ষমতা ২০২০ সালের তুলনায় ছয় গুণ বাড়িয়ে ৩ দশমিক ৬ বিলিয়ন কিলোওয়াট উৎপাদনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
শি জিনপিং আরও জানান, বনভূমির পরিমাণ ২৪ বিলিয়ন ঘনমিটার বৃদ্ধি করা হবে এবং নতুন যানবাহনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এই ঘোষণা দিলেন এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।