জুমবাংলা ডেস্ক : ভোট গ্রহণের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ভোট দিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রটিতে প্রথম ভোটার হিসেবে ভোট দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তাপস।
ভোট দেয়া শেষে প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ইভিএমে ভোট দেয়া শান্তিপূর্ণ হওয়ায় ভবিষ্যতে সারাদেশে ইভিএমে ভোট নেয়া হবে। বিএনপি অবৈধভাবে ভোটকেন্দ্র দখল করতো বলেই ইভিএমের বিরোধিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকরি করেন। যারা বাংলাদেশের নাগরিক সেখানে চাকরি করেন, চাকরিজীবী। তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে-এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। এর মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে, যাদের আমি চিনি। কেউ ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ড জড়িত ছিল, কেউ ছিল স্বাধীনতা বিরোধী। যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে তাদের উত্তরসূরি এ রকম বহুজন আছে। নির্বাচন কমিশন এটা কীভাবে গ্রহণ করল? গ্রহণ যেন না করেন এবং তারা ভোট কেন্দ্রে না আসতে পারেন। তারা ভোট দিতে আসতে পারেন, পর্যবেক্ষক হিসেবে না।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তাপস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।