প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ড্রাইভিং শেখানো প্রাইভেটকার চাপায় মো.জাহিদ আহমেদ (০৭) নামের এক শিশু নিহত হয়েছে।

ফাইল ছবি

মঙ্গলবার সন্ধায় সদর উপজেলার সরকারী দেবেন্দ্র কলেজের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শিক্ষানবিশ প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

নিহত জাহিদ আহমেদ শিবালয় উপজেলার উথুলী এলাকার আব্দুল জব্বারের ছেলে। সে বাবা মায়ের সাথে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানান, বিকেলে শিশু জাহিদ আহমেদ সরকারী দেবেন্দ্র কলেজের খেলার মাঠে খেলাধুলা করছিল এবং ওই মাঠেই ড্রাইভিং শেখার সময় শিক্ষানবিশ চালক শিশু জাহিদ আহমেদকে পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও শিশুর পরিবারের লোকজন শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুর্ঘটনার পর শিক্ষানবিশ চালকে আটক করা হয়েছে এবং প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেও তিনি জানান।