স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এসএসসি-৯৯ বন্ধুদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) দেশটির শিল্প ও সংস্কৃতির শহর আজমান এলাকায় আল মাদিনা ক্রিকেট একাডেমি গ্রাউন্ড এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শারজাহ ডায়নামিক ৯৯ ( পদ্মা নদীর মাঝি), দুবাই কিং ৯৯ ( চূড়ান্ত হিসাব), আজমান, উম্মুল কুইন ও রাস আল খাইমা ৯৯ (উপপাদ্য) নামে তিনটি গ্রুপের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় উপপাদ্য টিম।
রানার্স আপ হয় চূড়ান্ত হিসাব। আর তৃতীয় স্থান অধিকার করে পদ্মা নদীর মাঝি।
উপপাদ্য টিমের ক্যাপ্টেন ইমরান ও সহকারি ক্যাপ্টেন শাহীনের সঠিক পরিচালনা আর উদ্বোধনী ব্যাটার শিকদার শাফায়ের নন্দিত ব্যাটিং, হোসেনের কিপিং, তিতাসের কাটার বোলিং, নূরের ম্যাচ সেরা ফিল্ডিং, লিটনের ক্ষিপ্র স্ট্যাম্পিং, তানভীরের কৌশল, তাজের ত্যাগ, মোজাম্মেলের শেষ ওভারের নাটকীয় ফিল্ডিং আর নাহীদের দুইবার হ্যাট্রিক চান্স ছিল টিম উপপাদ্যের সাফল্যের মূল কারণ।
কাদের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়, ইমরান দ্বিতীয় ম্যাচের সেরা এবং এক ম্যাচে ইনজুরিতে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৮ ব্যাচের মোহাম্মদ নাহীদ একটি ম্যাচের সেরার পুরস্কার আর টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হয়েছেন।
নিরপেক্ষ আম্পায়ারিং করেন ফিরোজ আর স্কোর বোর্ড সামলান আলাউদ্দিন।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন আরব আমিরাতে এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের প্রিয়মুখ রুবেল।
সংযুক্ত আরব আমিরাতের সাতটি ভিন্ন ইমারত থেকে এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুরা উপস্থিত হয়ে আয়োজনকে সুন্দর ও সার্থক করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।