জুমবাংলা ডেস্ক : রংপুরের বদরগঞ্জে যৌতুকের দাবিতে ঈশিতা জাহান (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় স্বামী মুনিম সরকারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
মুনিম সরকার ওই এলাকার তৌয়ব আলী মাস্টারের ছেলে। স্ত্রী ঈশিতা জাহানকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন তিনি।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, মুনিম সরকারের সঙ্গে ছয় বছর আগে পাগলাপীরের শাহাপাড়া এলাকার ইলিয়াস শাহের মেয়ে ঈশিতা জাহানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা গোপনে বিয়ে করলেও দুজনের পরিবার বিষয়টি মেনে নেয়। বিয়ের এক বছর পর থেকে তাঁদের সংসারে অশান্তি দেখা দেয়। মুনিম প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে যৌতুকের টাকার জন্য ঈশিতাকে মারধর করতেন। বিষয়টি জানার পর ঈশিতার বাবা দুই দফায় দুই লাখ আট হাজার টাকা যৌতুক হিসেবে দেন।
তবে আরো এক লাখ টাকা দাবি ছিল মুনিমের। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিন বছর সংসার করার পর ২০১৯ সালে ঈশিতা তাঁর বাবার বাড়িতে চলে যান। এক পর্যায়ে তাঁদের মাঝে ডিভোর্স হয়। তবে দুই পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ২০২০ সালের শেষের দিকে আবারও তাঁদের বিয়ে হয়।
শুক্রবার সন্ধ্যায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন মুনিম। এতে ঈশিতা অচেতন হয়ে পড়লে তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে হাসপাতালে পৌঁছে মুনিমকে আটক করে পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা বেগম বলেন, ‘ওই গৃহবধূর গলা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
গৃহবধূর বাবা ইলিয়াস শাহ অভিযোগ করে বলেন, ‘নেশা করে আমার মেয়েকে মারধর করত জামাতা মুনিম। শুক্রবার সন্ধ্যায় মুনিম আমার বাড়িতে ফোন দিয়ে বলে ঈশিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে হত্যার বিচার চাই।’
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত মুনিমকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।