সাত নম্বর জার্সি আর মহেন্দ্র সিং ধোনি, এ যেন এক অমর প্রেমকাহিনি। সেই সাতের মাহাত্ম্যে সাত পাকে বাঁধা পড়েছেন বহু ধোনিভক্ত। বন্ধুত্ব-প্রেম-বিয়ে হয়েছে ধোনিভক্ত যুবক-যুবতীর। কিন্তু ধোনির জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে? ঠিক সেই ঘটনার সাক্ষী হলো চিপক স্টেডিয়াম।
চেন্নাই হোক বা ভারতের জাতীয় দলের জার্সি, সবেতেই ফুল ফুটিয়েছেন সাত নম্বর জার্সিতে। এ নিয়ে নেটদুনিয়ায় মিমের বন্যাও বয়ে যায়। যে কোনও ঘটনার সঙ্গেই সাতের যোগাযোগ পেলে ভাইরাল হয়ে যায় ‘থালা ফর আ রিজন’ স্লোগান। গত রোববারও সেরকম এক ঘটনা ঘটল চিপকে। তবে এবার বিচ্ছেদের চোরাস্রোত বইতে দেখা গেল এক ভক্তের ব্যানারে। যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
রোববার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই। প্রথমে ব্যাট করে চেন্নাই ২১২ রান তোলে। অধিনায়ক ঋতুরাজ করেন ৯৮ রান। তিনি আউট হতেই মাঠে নামেন ধোনি। ক্রিকেট মাঠে ধোনি নামা মানে সেদিনও ঝড় ওঠে ব্যাটে। বাউন্ডারির বাইরে উড়ে যায় ছক্কা। পাশাপাশি ধোনিকে নিয়ে বিন্দুমাত্র কমেনি ভক্তদের উন্মাদনা। সেরকমই এক চেন্নাই ভক্তের ব্যানার টিভির স্ক্রিনে ফুটে উঠতেই চমক! কেন?
ব্যানারে ওই ভক্ত জানান, তিনি প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন। যার জন্য দায়ী ধোনি। আরও স্পষ্ট করে বললে ধোনির সঙ্গে জুড়ে যাওয়া ৭ নম্বর। কেন ব্রেক-আপ করেছেন ওই ভক্ত? কারণ, তার প্রেমিকার নামে সাতটি অক্ষর নেই। শুধু এই কারণেই নাকি ব্রেকাপের সিদ্ধান্ত নেন। এমনিতে ক্রিকেট মাঠে অদ্ভুত ব্যানার নতুন নয়। ভক্তদের আজব ভালোবাসার কথাও তো জানা।
গত দেড়-দশকে ‘মাহিশ্বরে’র প্রতিও বহুভাবে ভালোবাসা দেখিয়েছেন সমর্থকরা। তাই বলে ভক্তের ভালোবাসা ভাঙার কারণ হবেন তিনি! মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই এমনটা চাইবেন না। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel