জুমবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণের মামলায় তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার মো. মুন্না (২৫), একই গ্রামের পাঠানপাড়ার মো. আলাল (২৫) ও আমজাদের মোড়ের তৌফিক ইসলাম তুহিন (২০)। তারা তিনজনই পরস্পরের বন্ধু। এ সময় তাদের কাছ থেকে ওই ভিডিওটি জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুন্না। ওই বছরের ৭ সেপ্টেম্বর বিয়ের কথা বলে তার বন্ধু আলালের বাড়ি নিয়ে শারীরিক সম্পর্ক করেন মুন্না। এ সময় গোপনে ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়। পরে চলতি বছরের ১০ এপ্রিল রাত ৯টার দিকে মুন্নার অপর বন্ধু তুহিন ওই ছাত্রীর সঙ্গে দেখা করেন।
তুহিন ওই ছাত্রীকে জানান, মুন্নার সঙ্গে তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও তার কাছে আছে। তুহিন তাকে ভিডিওটি দেখায়। এ সময় ওই ছাত্রী ভিডিওটি ডিলিট করতে অনুরোধ করলে তুহিন ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পুনরায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তুহিন। এতে অসম্মতি জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তুহিন।
১ মে তুহিন একই প্রস্তাব দিলে ওই ছাত্রী সৈয়দপুর থানায় ওই তিনজনকে আসামি করে একটি মামলায় দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।