দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান কেইন ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা জিম এবং ক্রিক হ্যানসন তাদের ছেলে ও ছেলেদের পরিবারের সদস্যদের নিয়ে শিকার করতে প্লেনে রওনা দেন। এক ইঞ্জিনের বিমানটি দক্ষিণ ডাকোটার চেম্বারলিন রানওয়ে ছেড়ে যাওয়ার কিছু সময় পড়েই দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় দুই ভাই, জিম হ্যানসনের ছেলে জ্যাক হ্যানসন, জ্যাক হ্যানসনের ছেলে হাউস্টিন মারা যান। অন্যদিকে ক্রিক হ্যানসনের দুই ছেলে স্টকটন ও লোগান এবং মেয়েদের স্বামী কাইল নেইলর ও টাইসন ডেনার্ট মারা যান।
দুর্ঘটনার পর কেইন ইনকর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, একটি প্লেন দুর্ঘটনা আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা জিম এবং ক্রিক মারা গেছেন। আমরা বর্তমানে অত্যন্ত শোকের মধ্য দিয়ে যাচ্ছি।
প্লেন আবহাওয়া জনিত কারণে দুর্ঘটনায় পড়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।