
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নিজ এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা আজ শুক্রবার (১০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় রাজনীতিতে এবং দেশের উন্নয়নে তার অবদান চির স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেন মো: তাজুল ইসলাম।
উল্লেখ্য, লোকমান হোসেন মৃধা গত ২৩ জুন করোনায় আক্রান্ত হন। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।