ফরিদপুরে যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদার দাবিতে শহরের টেম্পুস্ট্যান্ডে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লিমনের সমর্থিতরা চাঁদা আদায়ের জন্য স্ট্যান্ডে গেলে চালকেরা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা আকস্মিক হামলা চালায়।
এসময় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করা হয় এবং প্রতিবাদে এগিয়ে আসা ছয়জন চালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা বলেন, গত ৫ আগস্ট থেকে যুবদল নেতা মাসুদুর রহমান লিমন ও তার সহযোগীরা এ এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করছেন। আজও চাঁদার টাকা চাইতে গেলে শ্রমিকরা অস্বীকৃতি জানায়, এতে লিমনের সহযোগীরা শাহিন ও মিন্টের নেতৃত্বে হামলা চালায়।
তবে যুবদল নেতা মাসুদুর রহমান লিমন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই অভিযোগ আনা হচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।”
ফরিদপুর যুবদল সভাপতি রাজিব হোসেন রাজিব বলেন, “এটা রাজনৈতিক বা দলীয় কোনো বিষয় নয়। যদি হয়ে থাকে, তবে এটি তার ব্যক্তিগত বিষয়। দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনা সম্পর্কে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।