
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়েন রশিদ খান। এরপরেই যে তার ফাইনাল খেলা তৈরী হয়েছে সংশয়। কেননা ইনজুরি নিয়েও ফাইনাল খেলাটা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শনিবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৮ম ওভারে ইঞ্জুরির শিকার হন রশিদ। মোহাম্মদ নবীর করা ওভারের পঞ্চম বলে কাট করে রান নেওয়ার জন্য ছুটছিলেন মুশফিকুর রহিম ও তার সঙ্গী সাকিব আল হাসান। মিড উইকেটে ফিল্ডিং করা রশিদ বলের পিছু ছুটছিলেন। দৌড়ানোর সময়ই তার মাংসপেশিতে টান লাগে।
এই ব্যাপারে আফগান দলের ম্যানেজার জানান ,’ আসলে এটা খেলা না খেলা একান্ত তার ব্যাপার। সে যদি মনে করে যে সে সুস্থ তবে সে খেলতেই পারে। যদি মনে করে যে না সুস্থ না তাহলে খেলবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


