স্পোর্টস ডেস্ক: এমনিতেই এক ফুটবল পাগল জাতি আর্জেন্টাইনরা। কাতার বিশ্বকাপে নিজেদের দল উঠে গেছে ফাইনালে। আর এক ম্যাচ জিতলেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার উল্লাসে ভাসবে গোটা আর্জেন্টিনা। তবে সেমি-ফাইনাল জেতার পর রাজধানী বুয়েন এইরেসের রাস্তায় লাখো মানুষের বাঁধভাঙা উৎসব দেখা গেল।
ফুটবলে আর্জেন্টিনার অবদান অবিস্মরণীয়। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিদের মতো খেলোয়াড় উঠে এসেছেন যে দেশ থেকে, তাদের ফুটবল প্রেমে মজাটাই যে স্বাভাবিক।
কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের রাস্তায় নেমে এসেছিল লাখো মানুষের ঢল।
২০১৪ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জনের পাশাপাশি এই নিয়ে ৬ষ্ঠ বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।
ফাইনালে কী হবে সেটি পরের ব্যাপার, সেমি-ফাইনাল জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বুয়েন্স এইরেসের রাস্তায় আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতির কমতি ছিলো না।
ফাইনালে উঠার আনন্দই যদি এত বড় হয়, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসব না জানি কেমন হবে!
আর্জেন্টিনার ফাইনালে উঠার আনন্দে ৫০০ জনের মধ্যে বিরিয়ানি বিতরণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।