আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সপ্তম দিনে খেরসন, খারকিভসহ বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের দখলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বহু নিহতের খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি প্রাণ বাঁচাতে প্রতিদিন প্রতিবেশী দেশগুলোতে ছুটছে হাজার হাজার মানুষ।
এদিকে, পুরো বিশ্বের নজর যখন ইউক্রেন ও রাশিয়ার দিকে তখন সুযোগ বুঝে নিরীহ ফিলিস্তিনিদের উপর চড়াও হয়েছে ইহুদিবাদি দেশ ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, অধিকৃত পশ্চিম তীরে দু’টি পৃথক ঘটনায় তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।
যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। জানা গেছে, আম্মার শফিক আবু আফিফা বাদেও পৃথক আরেক ঘটনায় মঙ্গলবার ভোরে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
এ ঘটনায় ইসরায়েলি বর্ডার পুলিশ দাবি করেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ সন্দেহে একজনকে গ্রেপ্তার করতে জেনিন শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে কর্মকর্তা এবং আন্ডারকভার পুলিশের সদস্যরা।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিল মালয়েশিয়ার ১৩ বিশ্ববিদ্যালয়
তারা জানায়, এসময় বন্দুকযুদ্ধ শুরু হলে দু’জন নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দু’জন যুবক নিহত হয়েছে। ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ২২ বছর বয়সী আব্দুল্লাহ আল-হোসারি ও শাদি খালেদ নাজম (১৮)।
তবে কি ইউক্রেনের সূর্যমুখীর কারণে চড়া সয়াবিন ও পাম তেলের দাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।