স্পোর্টস ডেস্ক : ফেড কাপের মধ্য দিয়ে ফের খেলায় ফিরছেন দ্বৈত টেনিসে তারকা খেলোয়াড় সানিয়া মির্জা। চার বছর পর আবার এই টুর্নামেন্টে নাম লেখালেন দুই বছরের বেশি সময় ধরে কোর্টের বাইরে থাকা এই টেনিস সেনসেশন।
সানিয়া সবশেষ ফেড কাপে খেলেছিলেন ২০১৬ সালে। আর মাঠের বাইরে ২০১৭ সালের অক্টোবর থেকে। এই সময়টাতে মাতৃকালীন ছুটিতে ছিলেন তিনি।
ফেড কাপে পাঁচ সদস্যের ভারত দলে সানিয়ার সঙ্গে রয়েছেন সিঙ্গেল র্যাঙ্কিংয়ে দেশটির শীর্ষ খেলোয়াড় অঙ্কিতা রায়না। ছাড়াও রয়েছেন রিয়া ভাটিয়া, রুতুজা ভোঁসলে ও কর্মন কউর থান্ডি। রিজার্ভ প্লেয়ার সৌজন্য ব্যাভিশেট্টি।
সাময়িক অবসরে যাওয়ার আগে পর্যন্ত বর্ণোজ্জ্বল ক্যারিয়ারে ডাবলস আর মিক্সড ডাবলস মিলিয়ে মোট ছয়বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসকে নিয়ে হাতে তুলেছেন ঐতিহ্যশালী ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের খেতাবও। পৌঁছেছিলেন ব়্যাংকিংয়ে শীর্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।