নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য আবরও বজলুর রহমান স্মৃতিপদক পেলেন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এ পদক পেলেন। তিনি দৈনিক সমকালে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য এর আগে ২০১৫ সালে একই পদক লাভ করেন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর সেমিনার কক্ষে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের হাতে পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সাংবাদিক ইজাজ আহমেদ মিলন জানান, প্রতি বছর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত এ পুরস্কার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সেরা ২ জন সাংবাদিককে দেওয়া হয়। তিনি এ বছর “১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ” ধারাবাহিক প্রতিবেদনের জন্য মনোনীত হন। এরআগেও তিনি ২০১৫ সালে একই পদকে ভূষিত হয়েছিলেন। পুরস্কার হিসেবে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পান বলেও জানান গুণী এ সংবাদিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।