স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার দিবাগত রাতে মরোক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপপর্ব থেকে দারুণ খেলে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে এসেছে আটলাস লায়ন্সরা। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শক্তিমত্তার বিচারে মরোক্কোর চেয়ে যোজন যোজন এগিয়ে ফ্রান্স। কিন্তু তাই বলে মরোক্কোকে খাটো করে দেখতে চাইছে না তারা। যথেষ্ট সমীহই করছে উত্তর আফ্রিকার দলটিকে।
ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড় রাফায়েল ভারানে জানিয়েছেন তারা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে পা দিতে চায় না।
সেমিফাইনালকে সামনে রেখে মঙ্গলবার রিয়াল মাদ্রিদের এই তারকা বলেছেন, ‘আসলে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমরা ফাঁদে পা দিতে যাচ্ছি না। আমরা জানি মরোক্কো এ পর্যন্ত এমনি এমনি আসেনি। তারা সামর্থের প্রমাণ দিয়েই এসেছে। এখন আমরা অভিজ্ঞ খেলোয়াড়রা নিশ্চিত করবো যে আরও একটি লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত। বিশ্বকাপের সেমিফাইনালে আসা সহজ কোনো বিষয় নয়। সুতরাং আমরা খুবই খুশি যে এ পর্যন্ত আসতে পেরেছি। তবে আমাদের আসল লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা। আর এটাই আমাদের সব-সময়ের লক্ষ্য।’
মরোক্কোর প্রশংসা করেছেন ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড় জুল কুন্দে, ‘প্রতিযোগিতার এ পর্যন্ত এসে শুধুমাত্র একটি গোল হজম করাটা অসাধারণ। যা তারা সেসব দলগুলোর মুখোমুখি হয়েছে তাদের থেকেও দারুণ বেশি কিছু। তারা লাইন বরাবর খুবই কমপ্যাক্ট এবং কাছাকাছি থাকে। প্রতিপক্ষের খেলোয়াড়দের বল নিয়ে সুসংগঠিত হওয়ার সময় দেয় না। তারা সত্যিই খুব দ্রুত দৌড়ায়। তাই আমাদের অল্প টাচে খেলতে হবে, বল দ্রুত ঘোরাতে হবে এবং একপাশ থেকে অন্য দিকে সরে গিয়ে তাদের ভারসাম্যহীন করার চেষ্টা করতে হবে।’
মরোক্কো কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে। তার আগে শেষ ষোলোতে স্পেনের মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে। গ্রুপপর্বে তারা বেলজিয়ামকে হারিয়েছিল এবং ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ৭ পয়েন্ট নিয়ে হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন।
গ্রুপপর্বে আটলাস লায়ন্সরা মাত্র ১টি গোল হজম করেছিল, তাও ছিল আত্মঘাতী। এবার তাদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বড় ম্যাচে, বড় দলের বিপক্ষে অদম্য মরোক্কো কেমন কি করতে পারে দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।