স্পোর্টস ডেস্ক: কাতারের অন্য স্টেডিয়ামগুলোর তুলনায় লুসাইল স্টেডিয়ামের সামনে বিশাল খোলা জায়গা। এখানেই দেখা পাওয়া যায় নানান ধরনের দর্শককে। তেমনই একজন বাংলাদেশের আবু সাঈদ। এই বিশ্বকাপের খেলা দেখতে যেখানে দর্শকদের ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৩/৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয় সেখানে আবু সাঈদ বিনা পয়সায় দেখেছেন দুটি ম্যাচ। আর এই দুই ম্যাচের টিকিট তাকে দিয়েছে কাতার ফাউন্ডেশন।
আবু সাঈদের বাড়ি রাজবাড়ীর জেলার পাংশা থানায়। ছয় বছর হলো তিনি কাতারে এসেছেন জীবিকার সন্ধানে। বিশ্বকাপ শুরুর আগেই তিনি পরিকল্পনা করেন কাতারের পতাকার রঙের সাথে মিল রেখে তিনি জামা এবং টুপি বানাবেন।
দু’বছর আগে সাঈদ আট শ’ রিয়াল বা ২৪ হাজার টাকা খরচ করে এই জামা ও টুপি বানান। তার মতে, আমি যদি অন্য কোনো দেশের বা কাতারেরও বিশাল পতাকা বানাতাম তাহলে তা টানাতে পারতাম না। তাই বুদ্ধি করে কাতারের পতাকার রঙে জামা বানাই। এরপর আমি আট শ’ রিয়ালে কাতার ও সেনেগালের টিকিট কেটে খেলা দেখি এই জামা ও টুপি পরে।
তিনি বলেন, তখন আমার এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর কাতার ফাউন্ডেশন আমার সাথে যোগাযোগ করে। আমাকে আরো দু’টি ম্যাচ দেখার টিকিট দেয়। ফলে বিনা পয়সায় দুটি বিশ্বকাপ খেলা দেখা হয়েছে আমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।