আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যায় ফ্লাইওভার থেকে যাত্রীবাহী একটি বাস নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
সোমবার (১৫ এপ্রিল) উড়িষ্যার পুরী থেকে কলকাতা ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।
জানা গেছে, রাতে উড়িষ্যার পুরী থেকে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে কলকাতায় যাচ্ছিল। জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালায়।
আহতদের উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা দেন। আহত বাকি ৪০ জনের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটক এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জানিয়েছেন। এক্স (আগে যার নাম ছিল টুইটার) তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিন লাখ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।