জুমবাংলা ডেস্ক : মাঘের দ্বিতীয় সপ্তাহে কনকনে শীতে কাঁপছে সারা দেশ। ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় বন্ধ আছে এসব জেলার স্কুল। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় অনেকটাই স্থবির জনজীবন।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁ ও দিনাজপুরে। রাজধানীতেও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকালকে।
শৈত্যপ্রবাহের কবলে পড়া জেলাগুলোয় বন্ধ আছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। যশোরে, পাবনা, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার মাধ্যমিক ও প্রাথমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আগে থেকে নোটিস না পাওয়ায় কনকনে ঠান্ডার মাঝেই স্কুলে এসে ফিরে গেছে অনেকে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে স্কুল বন্ধ রাখার খবর আগে থেকেই জানানোর আহ্বান অভিভাবকদের।
সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়া জেলাগুলোর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। যেসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেসব এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে সিদ্ধান্ত দেয় সরকার।
সরকারের এ সিদ্ধান্তের আলোকে সোমবার উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বেশকিছু জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে।
এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়ার সাথে অনেক এলাকায় দুপুর পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
নীলফামারীর সৈয়দপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জেলাটিতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ।
দেশের উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগের সবগুলো জেলাই শৈত্যপ্রবাহের কবলে, জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাদারীপুর ও টাঙ্গাইলেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।