জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্ব ইতিহাসে তো বটেই, মানবসভ্যতার ইতিহাসেও বিরল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বন্ধুর ডাকে লাখ লাখ মানুষ নিজের সব চেয়ে মূল্যবান জিনিস জীবন হাতে নিয়ে যুদ্ধে নেমেছিল।
যে মানুষটি হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষকে উদ্দীপ্ত করে ৫ হাজার বছরের ইতিহাসে বাঙালির জন্য প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।
বুধবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিতৰ্পণ সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি (জেপি) এই সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ইতিহাসে কালিমালেপন করেছে। পঁচাত্তরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন এ হত্যার বেনিফিশিয়ারি যেসব দলের উদ্ভব ঘটেছিল, তারা আমাদের বলতো- এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও দেশে ফেরার পর তারা বলেছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইলে কখনো ক্ষমতায় যেতে পারবেন না। তিনি আপোস করেননি। আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রায়ও কার্যকর হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।