জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
শনিবার (৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন, সদ্য গেজেটেড শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। পাশাপাশি তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
সমাধি পরিদর্শনকালে কর্মকর্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কর্মজীবনের শুরু থেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তা সাকিনা কাওসার রূপা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে উন্নত শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকেই আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
পরে কর্মকর্তারা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অধ্যক্ষ উপস্থিত কর্মকর্তাদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।