জুমবাংলা ডেস্ক: পরিবেশ বিপর্যয় ও বজ্রপাত রোধে কুমিল্লায় সড়কের পাশে ১০ হাজার তাল বীজ বপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার বীজ বাপন করা হয়েছে।
কুমিল্লা আবেদা আশরাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন সড়কে তালের বীজ বপন করা হয়।
আজ সকাল ৯টায় উপজেলার বিভিন্ন সড়কে তালের বীজ বপন করেন ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষক প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান। এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মীর আহমেদ খান, এডভোকেট কামরুল খান, জহির সরকার, আনোয়ার হোসেন, ইমরান, ফরহাদ, বাচ্চু মিয়া, মিঠা, আকির, মাসুক, তাহারিম, মারুফ প্রমুখ।
এনামুল হক খান বাসসকে জানান, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছের বিকল্প নেই। এলাকাবাসী যেন তাদের তালের বীজ আবেদা আশরাফ ফাউন্ডেশনে প্রেরণ করে। আগামী ৩ বছর তালের বীজ বপন কর্মসূচি চলমান থাকবে। এ এলাকায় ১০ হাজার তালের বীজ বপন বাস্তবায়নে আবদান রাখতে সকলকে অনুরোধ জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।