আন্তর্জাতিক ডেস্ক : সরকারি নির্দেশ মেনেই ভারতের দিল্লির কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মোবাইল অপারেটর ভারতী এয়ারটেল।
বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বলে অভিযোগকারীদের টুইটের উত্তরে এয়ারটেলের কাস্টমার কেয়ার বিভাগ থেকে জানানো হয়, সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আপনার এলাকায় ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশ উঠে গেলেই আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। অসুবিধার জন্য আমরা দুঃখিত। পরে অবশ্য এ টুইটগুলো মুছে ফেলা হয়।
উত্তরপূর্ব দিল্লির সীলামপুর এবং ব্রিজপুরীতে গত কয়েকদিনে নাগরিকত্ব বিলের প্রতিবাদে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দিল্লির আইটিও এবং উত্তর-পূর্ব দিল্লিতে মোবাইল পরিষেবা বিঘ্নিত। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার সঙ্গে অনেকে ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর জমানায় ইমার্জেন্সির সময়ের সঙ্গে তুলনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।