স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।
এদিকে শেষ কয়েক বছরে আর্জেন্টিনা দলের চেহারাটাই বদলে গেছে। হারেনি শেষ ৩৩ ম্যাচে, শেষ এক বছরে জিতেছে দুই শিরোপা। এই দুই শিরোপা জয়ে বড় অবদান ছিল এমিলিয়ানো মার্টিনেজের। হয়েছিলেন কোপা আমেরিকার সেরা গোলরক্ষকও। সেই সাফল্য বিশ্বকাপেও টেনে আনতে কঠোর পরিশ্রম করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন সেজন্যে তিনি বন্ধুদের সঙ্গেও দেখা করা বন্ধ করে দিয়েছেন রীতিমতো!
এক বছর আগে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক তার। তবে এর ঠিক পরেই দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন তিনি। কোপা আমেরিকার সময়ই সংবাদ সম্মেলনে ছিলেন সরব, মাঠেও ছিল তার চোখে পড়ার মতো উপস্থিতি। সবকিছু দিয়ে এবার তার চাওয়া বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব।
বিশ্বকাপে উতরে যাওয়ার পরে চলতি মাসের শুরুতে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইউরোজয়ী ইতালির। সেই ম্যাচে দল জিতেছে ৩-০ ব্যবধানে। এর ঠিক পরই আর্জেন্টিনা দল থেকে ছুটি নিয়েছেন মার্টিনেজ। বর্তমানে আছেন আর্জেন্টিনায়।
এরই মাঝে তিনি মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দবলে আমারিইয়ার। সেখানেই তিনি জানালেন বিশ্বকাপের সেরা হওয়ার অভিপ্রায়।
বললেন, ‘জাতীয় দলের সঙ্গে আমি অনেক কিছু জিততে চাই। তার জন্য নিজেকে বড় কিছুর জন্য তৈরি করতে হবে। এ কারণে আমি বন্ধুদের সঙ্গে কফিও খেতে যাচ্ছি না।’
দলকে বিশ্বকাপ জেতাতে, নিজে বিশ্বকাপের সেরা হতে যা যা প্রয়োজন, তার সবই করছেন বলে জানালেন মার্টিনেজ। বললেন, ‘বিশ্বকাপের জন্য কী করে নিজেকে নিখুঁতভাবে তৈরি করা যায় সেটাই ভাবছি এখন। এ ছাড়া আমার মাথায় আর কিছুই কাজ করছে না। এই কয়েক মাসে নিজেকে তার যোগ্য করে তুলতে হবে। আমি সেটা অর্জন করতে চাই, বিশ্বকাপের সেরা গোলরক্ষক হতে চাই আমি।’
বর্তমানে আর্জেন্টিনা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আছে। বিশ্বরেকর্ড থেকে আছে ৪ ম্যাচের দূরত্বে। তবে বর্তমান বিশ্বে আর কোনো দল আর্জেন্টিনার চেয়ে বেশি ম্যাচে অপরাজিত নেই। সেই প্রসঙ্গে আলবিসেলেস্তে গোলরক্ষক বললেন, ‘এই দলটা একতাবদ্ধ। আমাদের যা কিছুর অভিজ্ঞতা হয়েছে, তার অভিজ্ঞতা কোনো জাতীয় দলেরই নেই। এই জার্সির জন্য লড়াই করাটা বিশাল সম্মানের বিষয়।’
মূলত আর্জেন্টিনা দলের এমন একতা চোখে পড়া শুরু করে কোপা আমেরিকা থেকে। তার সপ্তাহ দুয়েক আগে জাতীয় দলে অভিষেক হয় মার্টিনেজের। এরপর থেকে কোপা জয় পর্যন্ত স্মৃতি নিয়ে বহুবার বলেছেন আলবিসেলেস্তে গোলরক্ষক। দবলি আমারিইয়াকে বললেন আবারও।
মার্টিনেজের ভাষ্য, ‘কোপা আমেরিকার জন্য আমরা প্রায় ৪৫-৫০ দিন ধরে একসঙ্গে ছিলাম। আমি আমার সতীর্থদের সঙ্গে ছিলাম, এমন খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের জন্য কাজ করাটা গর্বের। এই জার্সি পরে খেলাটাও অনেক গৌরবের।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।