
Advertisement
জুমবাংলা ডেস্ক: বরগুনা জেলার তালতলী উপজেলার হুলাটানা গ্রামে আজ শনিবার সকালে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ওই গ্রামের কামাল মৃধার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উত্তর পাশের ডোবায় মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন জানান, বজ্রপাতে মৃত আনোয়ারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।