জুমবাংলা ডেস্ক: বরিশালে দুইজন ডেঙ্গু রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা দুজনই রাজধানী ঢাকা থাকাকালীন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল। সেখান থেকে বরিশালে এসে মৃত্যুবরণ করেন।
মৃত রোগীরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে সোহেল (১৮)।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আসলাম খান। তিনি রাত ৩টা ১৫ মিনিটে মারা যান। ওই দিনই দুপুর দেড়টায় হাপসাতালে ভর্তি হন সোহেল (১৮)। তিনিও রাত ৩টা ৪০ মিনিটে মারা যান।
মৃত উভয় রোগীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তাদের হার্ট, লিভার ও কিডনী ক্ষতিগ্রস্থ হয়েছিলো বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৪ জন। এছাড়া সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৩৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।