স্পোর্টস ডেস্ক : বিপিএলে গতবারের রানার্সআপ ফরচুন বরিশাল বিপিএলের নবম আসরেও শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে। সেই ধারাবাহিকতায় আজ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আবারো বরিশালের লঞ্চের নাবিক সাকিব আল হাসান। পুরনো যাত্রীদের মাঝে এখন পর্যন্ত শুধু ক্রিস গেইলই রয়ে গেছেন তাতে। অর্থাৎ ফের বিপিএলে বরিশালের অধিনায়কত্ব উঠেছে সাকিব আল হাসানের হাতে। সাথে দ্য ইউনিভার্স বসকেও নিজেদের করে রেখে দিয়েছে ফরচুন বরিশাল।
বরিশালের হয়ে আরো দেখা যাবে ক্যারিবীয় দানব রাকিব কর্নওয়ালকেও। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই অলরাউন্ডারকে আগেভাগেই লঞ্চে তুলে রাখলো বরিশাল। দুই আফগান ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে বরিশাল। তরুণ ইবরাহিম জাদরান ও অভিজ্ঞ অলরাউন্ডার করিম জানাতের সাথে চুক্তি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।