আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের মাঝেই নতুন বিতর্কের জন্ম দিলো ইংলিশ ফুটবল। ইপিএলে ম্যানচেস্টার সিটি ও বার্নলির মধ্যকার ম্যাচ চলাকালীন বর্ণবাদী ব্যানার ঝুলিয়ে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যায় একটি বিমান। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বার্নলি। কড়া সমালোচনা করেছেন কোচ ও খেলোয়াড়রা।
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়াটফোর্ডের অধিনায়ক ট্রয় ডিনি একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে ডিজাইন করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো লাগিয়েছেন জার্সিতে।
তবে, বর্ণবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদের মিশনে ডিনি নিজেকে ব্যর্থও ভাবতে পারেন। এতিহাদের ঘটনা আঘাত করেছে সবাইকে। মুখোমুখি হয়েছিলো ম্যানচেস্টার সিটি ও বার্নলি। হঠাৎ আকাশে বিমান। ক্যামেরায় ধরা পড়ে বিমানে একটা ব্যানার ঝোলানো। যাতে লেখা- ‘হোয়াইট লাইভস ম্যাটার বার্নলি’।
কৃষ্ণাঙ্গদের ওপর যুগ যুগ ধরে অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলনে এখন উত্তাল ইউরোপ-আমেরিকা, যেনো সেটাকে কটাক্ষ করেই এ কাণ্ড ঘটিয়েছেন ক্লাব বার্নলির কোনো অনুসারী। যা নিয়ে উত্তপ্ত ব্রিটেনের ফুটবল অঙ্গন। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্ষমা চেয়েছে বার্নলি। ক্ষোভ ঝরেছে ক্লাবের অধিনায়ক ও কোচের কণ্ঠে।
বার্নলির অধিনায়ক বেন মি বলেন, আমি লজ্জিত, বিব্রত। আমাদেরই কোনো ভক্ত কাজটা করেছে। এদের মানসিকতা একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই নয়। তাদের আরও শিক্ষার প্রয়োজন। আন্দোলন কেন হচ্ছে, তারা তা বোঝেই না। এমন কেউ কোনোভাবেই আমাদের প্রতিনিধিত্ব করেনা।
বার্নলির কোচ সিন ডাইচ বলেন, শুরুতে আমি বিষয়টা লক্ষ্য করিনি। পরে ড্রেসিংরুমে গিয়ে জেনেছি। এটা সত্যিই গ্রহণযোগ্য নয়। আপাতত শুধু ক্ষমা চাইতে পারি। তবে, আমি বলবো এই একটা ঘটনা দিয়ে পুরো ক্লাবকে বিবেচনা করা ঠিক হবে না।
সমানভাবে ব্যথিত ম্যানচেস্টার সিটির ফুটবলাররাও। আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার সিটির ফুটবলার রহিম স্টার্লিং। এই ঘটনার পর মুখ খুলেছেন পেপ গার্দিওলাও।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, বার্নলির কোচ ও অধিনায়কের সঙ্গে আমি একমত। আসলে গায়ের রংয়ে নয়, সবার জীবনই সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশে গিয়েছি, অনেকের সঙ্গে মিশেছি। আনন্দ, বেদনা, ভয়, ভালো-খারাপ সবকিছু সবখানে একইরকম। গায়ের রং বিভেদে কোনো পার্থক্য হয় না।
এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



