বেরোবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে কেক কাটা ও ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব শীর্ষক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবিসাস উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান, যমুনা টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, এখন টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান, মোকাররম হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, আমি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেই প্রশাসন সাংবাদিক সমিতির সাথে আছে, ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের জন্য একটি নিজস্ব অফিস রুম বরাদ্দ দিয়েছি। একটি নিজস্ব কর্মক্ষেত্র তাদের পেশাগত দক্ষতা ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধিতে সহায়ক হবে ।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সাংবাদিক তৈরি হবে এটাই প্রত্যাশা। এক যুগ ধরে বেরোবিসাস বিশ্ববিদ্যালয়ের সাফল্য, গবেষণা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের অর্জন তুলে ধরে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ করল সংগঠনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



